Sunday, June 13, 2021
Saturday, June 12, 2021
Tuesday, June 8, 2021
আবার ফিরে আসুক মানবতা !
সন্ধ্যায় অফিস ছুটির পর হাটতে হাটতে অনেকটা পথ প্রায়
দীর্ঘ ৩ মাইল পথ অতিক্রম করে, বাসার উদ্দ্যেশ্যে একটা রিক্সায় উঠলাম। গন্তব্য আবাস্থল,
রাস্তায় প্রচুর যানযট থাকায় রিক্সা ওয়ালার সাথে কথা বলছিলাম একটু আধটু। আলাপচারিতার
একপর্যায়ে সে বলছিল, আজকে তার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে বেদনা দায়ক ঘটনার কথা। সত্যিই
বেদনাদায়ক, প্রতারকদের দোরত্ব চারিদিকে এতই বেড়েছে, তাদের হাত থেকে রিক্সা ওয়ালা কিংবা
দিনমজুর ও রেহায় পাচ্ছেনা। সে জানালো, আজ দুপুর ভদ্র গোছের এক মধ্য বয়স্ক লোক তার রিক্সায়
ছড়ে চট্টগ্রামের বহদ্দারহাট হতে ইস্পাহানী মোড় যাবার জন্যে রিক্সায় উঠে। প্রতিমধ্যে
জমিউতুল ফালাহ জামে মসজিদ (২য়) গেইট আসার পর লোকটি রিক্সা ওয়ালাকে একটি এক হাজার টাকার
নোট দেখিয়ে বলল, ভাই আমার কাছে কোন ভাংতি নাই কিন্তু আমি মসজিদে ৫০০ টাকা দান করতে
চাইছিলাম। তুমি কি আমাকে ৫০০ টাকা দিবে? আমি তোমাকে রিক্সা ভাড়া সমেত সব টাকা ফেরত
দিয়ে দিব। সরল বিশ্বাসে রিক্সা ওয়ালা তাকে ৫০০ টাকা দিলো। লোকটি টাকা নিয়ে মসজিদে দান
করার জন্যে মসজিদের দিকে চলে গেলো। এদিকে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেলো। রিক্সা ওয়ালা
দুপুর ২.১৫ মিনিট থেকে দীর্ঘ ৪.৩০ টা পর্যন্ত মসজিদের গেইটের মুখে ঠাই দাঁড়িয়ে রইলো।
কিন্তু ভদ্র লোকটির ফিরে আসার কোন নাম গন্ধ আর পাওয়া গেলোনা। অবশেষে রিক্সা ওয়ালা সেখান
থেকে মন খারাপ করে চলে আসলো। রিক্সা ওয়ালার সাথে চমৌহনী মোরে আমার দেখা হয় আনুমানিক
সন্ধ্যা ৬.৪৫ মিনিটের সময়। লোকটি আমাকে অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলছিলো, এখনো পর্যন্ত
সে রিক্সার মালিকের ভাড়া ও তুলতে পারেনি, অথচ এতক্ষনে সে রিক্সা বন্ধ করে, বাসায় চলে
যাওয়ার কথা। যাই হোক যথারীতি রিক্সা ভাড়া দিয়ে আমি রিক্সা থেকে নেমে বাসার দিকে হাটা
শুরু করলাম। আর হাটতে হাটতে ভাবছিলা প্রতারনা আজকাল কোন পর্যায়ে নেমে এসেছে, প্রতারকদের
হাত থেকে রিক্সা ওয়ালার মত একজন দিনমজুর ও রেহায় পেলোনা। মানুষ এত খারাপ কি করে হতে
পারে? মানবিকতা আজ বিলুপ্ত প্রায় চারিদিকে মানুষকে ঠকানোর কিংবা প্রতারিত করার চলছে
এক অসম প্রতিযোগিতা। দেশ ও সমাজের প্রতিটি স্তরে আজ প্রতারকদের প্রতারনার জাল বিস্তার
লাভ করছে মাকড়শার জালের মত। সততা, বিশ্বাস, মানবতা আর ন্যায়পরায়নতা আজ বিলুপ্ত প্রায়।
তার ঘাম ঝরিয়ে আয় করা টাকা এক নিমিষেই হাতিয়ে নিয়ে হয়তো প্রতারক আনন্দ করে এক বেলা
ভালো করে খাবে, কিন্তু কাল কেয়ামতের মাঠে মানুষের হক নষ্ট করার জন্যে যখন তাকে পাকড়াও
করা হবে, তখন সে কি উত্তর দিবে, একবারও এই কথাটি ভেবে দেখেছে কি? সবাইকে সতর্ক করার
জন্যে এই লেখা, ভদ্রতার লেবাস পরিহিত কোন গুপ্ত প্রতারকের হাত যেনো কাউকে পরতে না হয়। আর প্রত্যাশা একটায়, মানব সমাজে
ফিরে আসুক মানবতা, সততা ও বিশ্বাস। অটল থাকুক নীতি ও নৈ্তিকতায়, উন্নতি হোক সমাজ ব্যবস্থা।
Wednesday, June 2, 2021
Subscribe to:
Posts (Atom)
Apple MacBook Pro 14 M4 Review: Performance, Features, and Price Comparison
Introduction The Apple MacBook Pro 14 (M4) is designed to cater to professionals and content creators, offering powerful features and...
-
বাংলাদেশে সবচেয়ে বেশী কম্পালাইন্সড এবং নিরাপদ সিকিউরিটি সিস্টেম থাকা সত্ত্বেও কিভাবে এতগুলো অর্থ লোনের নামে লুটপাট করা হলো এবং পাচার করা...