২য় পর্বঃ
দক্ষিণ হালিশহরে ও দীর্ঘদিন থাকা হয়ে উঠেনি বিশেষ কোন কারন ছিলোনা। তবে হালিশহরে আমার মা কিছু জমি কিনেছিলো আমার বড় আব্বু থেকে মানে উনার দুলাভাই থেকে। যে জমিতে ঘর বাঁধতে গিয়ে বাড়ির মাতব্বর শ্রেণীর লোকের চক্ষুশূলে পরিনত আমার সহজ সরল বাবা। এতই সহজ সরল ছিলো ঝামেলা একদম পছন্দ করতনা। আর অন্যদিকে এলাকার তৎকালীন পাতি নেতারা দল বেধে বাবাকে একদিন রাস্তায় আটকিয়ে হুমকি দিয়ে বসল। এলাকায় দেখলে মেরে ফেলবে, নলা কেটে হাতে ধরিয়ে দেবে ইত্যাদি। বাবা একটু ভীতু মানুষও ছিলো বটে, ঠিক আমার মতো, মা প্রায় বলে। আমি একে ভীতু বলতে একদম নারাজ, কেউ যদি ঝামেলা জঞ্জাটহীন জীবন পছন্দ করে, সবাইকে বিশ্বাস করে, তাকে সহজ-সরল সাদা-সিদে নিরেট ভদ্রলোক বলা যায়। ভীতু বলে তাদেরকে অপমান করার কোন অধিকার নেই, খারাপের মাঝে কিছু ভালো মানুষ যদি থেকেই থাকে তাদেরকে দোষ দেয়া যায়না, সমাজ কলুষিত হয়েছে বলে ভালো মনের সহজ সরল মানুষগুলোকে ভীতু বলে এই দলে আমি নই। তবে মুশকিল হলো ভদ্রলোক হলে আজকাল মানুষ আপনাকে প্রতি পদে পদে ঠকাবে, আপনার জন্যে প্রতিটি মোড়ে মোড়ে প্রতারণার ফাঁদ পেতে বসে থাকবে আর আপনি এই ফাঁদে না পড়ে কোন উপায় নেই। তাই আমাদের এই সমাজে তখন থেকেই এটি একটি দূর্বলতা হিসাবে মূল্যায়ন করা হয়। এরি ধারাবাহিকতায় বাবা একদিন নিজের জমির মায়া ছেড়ে সবার অজান্তে হারিয়ে গেলেন, বাবা এলাকায় যাওয়া বন্ধ করে দিলেন এবং মাকেও এব্যাপারে কিছু বললেন। বুকের জমানো সব কষ্ট একাই বয়ে বেড়ানো সিদ্ধান্ত নিলেন আর এই জন্যে তিনি সবার চোখের আড়াল হওয়ার চেষ্টা চালালেন। পরে মা আর ছোট্ট ছেলেটা তাদের স্বামী এবং বাবাকে খুজে বের করলেন, নিজ বাসভূমে না যাওয়ার রহস্য উন্মোচন করলেন। মাও সেদিন সিদ্ধান্ত নিলেন স্বামী আর সন্তানদেরকে নিয়ে অন্য কোথায় সপ্নের ঘর বানাবেন, সেখানে এক সাথে সুখে দুখে পাশে থেকে জীবনের বাকিটা সময়টা কাটাবেন।
যাযাবরদের স্থান পরিবর্তনের যাত্রা আবার শুরু
হবে নির্ধারিত হলো তবে ছোট মানুষ হিসাবে আমাকে এবং আমার ছোট্ট বোনকে কিছু জানানো হলোনা।
ও আপনাদের বলা হয়নি আমার ফুটফুটে চাঁদের মত সুন্দর একটা বোন ছিল ও আমার ছোটই ছিলো অনেক
আদরের বোন ছিলো আমার। পৃথিবীতে ভাই বোনের অনেক সুন্দর এবং পবিত্র এক রক্তের বন্ধন যেটি
আপনি হয়তো আর কোথাও খোঁজে পাবেন না। আর সেই সুত্র ধরে প্রতিটা বোন তার ভাইয়ের কাছে
আর প্রতিটা ভাই তার বোনের কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং ভালো এবং আদর্শ একজন মানুষ। আর যে সব সময় চাঁদের
মত ফুটফুটে সুন্দরই হয়। ওর নাম তো আপনাদের এখনো বলা হয়নি, ওর নাম ছিল মানিজা, কি নামটা সুন্দর না অনেক?
চলবে……
No comments:
Post a Comment